মোঃ বজলুর রহমান
ঈদ মানে আনন্দ এই আনন্দ সকলের মাঝে ছড়ানোর লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে অসহায় জনগণের মাঝে ভিজিএফ (চাউল) বিতরণের আদেশ দেন । এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের বিভিন্ন ইউনিয়নে চাউল বিতরণের দৃশ্য পরিলক্ষিত হয় ।
আজ শনিবার ১৫ই জুন ২০২৪ইং মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে শেখ হাসিনার উপহার (চাউল) নেওয়ার জন্য স্থানীয় জনগণের কোলাহল দেখা যায় ।
এ বিষয়ে স্থানীয় সরকার চেয়ারম্যান জনাব গাজী হাসান আল মেহেদী (সোহাগ) কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহার সকলের মাঝে বিতরণের জন্য আমার ইউনিয়নে মোট ১১২৫০ কেজি চাউল দেয়া হয়েছে । প্রতি জন ১০ কেজি বাবদ মোট ১১২৫ টি ভিজিএফ কার্ড প্রস্তুত করা হয়েছে । কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী অনেকটাই কম বলা যায় । আমার এখানে এ পর্যন্ত প্রায় ১৩শতের অধিক কার্ডের আবেদন করা হয়েছে । অতিরক্ত চাহিদা পূরণ করতে ইউনিয়ন পক্ষ থেকে কিছুটা খরচ হলেও আশাবাদী লোকদের নিরাশায় ফেলব না । সরকারের অনুদান প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব জনগণ আমাকে দিয়েছে । আগামী পরশু পবিত্র ঈদুল আযহা যেন সকলের আনন্দময়ী দিন হয় মহান আল্লাহর নিকট এই প্রার্থনা করি ।
দেখা যায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি চাল পেয়ে সাধারণ জনগণের মাঝে এখনই ঈদের আনন্দ বিরাজ করছে ।
কয়েকজনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান, আমরা গরীব মানুষ । সরকারের এ অনুদান আমাদের কিছুটা চাহিদা পূরণ হলো । সরকারের এ সকল অনুদান থাকায় আমরা এখনো সুস্থ সবল ভাবে চলাফেরা করতে পারছি ।
আমরা এই ইউনিয়ন পরিষদ থেকে চাউল পাই, কম দামে তেল পাই, ডাউল পাই এবং সরকারি অনেক অনুদান পেয়ে আমাদের সংসার চালাই ।ঈদের আগে এই সকল অনুদান পেয়ে আমরা খুশি ।
Leave a Reply