মোঃ জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক
রাতের আঁধারে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের চকে তিন ফসলি কষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে মৌহালী গ্রামের সাবেক চেয়ারম্যান সাইফুল হোসেন বাবর ও অজ্ঞাত স্থানীয় ও রাজনৈতিক দলের মাটিব্যবসায়ী ব্যক্তিদের বিরুদ্ধে। প্রশাসনের চোখে ধূলি দিয়ে ১২ ফিট গভীর গর্ত করে মাটি কেটে ড্রাম ট্রাক গাড়ি ভর্তি করে বিভিন্ন ইটভাটায় পাচার করা হচ্ছে বলে জানান স্হানীয়রা।
সরেজমিনে (৩ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে) দেখা যায়, বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় স্হানীয় পোকৌশল অধিদপ্তরের নির্মিত গ্রামীণ রাস্তা নষ্ট করে ও রাস্তার পাশে গাইড ওয়াল ধসে পড়ে গেছে এতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে ও তিন ফসলি কৃষি জমির মাটিকাটার স্হান । ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু) ১০০ গজ দূরে রাখা হয়েছে ।
জানা গেছে, ১০ থেকে ১৫ দিন ধরে সন্ধ্যা রাত থেকে ভোর পর্যন্ত চলে এ মাটি কাটার মহা উৎসব। এতে করে জমির আশেপাশে অবিস্থত সরিষা আবাদি জমির ক্ষেত ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মাটিকাটার স্থানের চারদিকে আবাদি জমির রবি শস্য গুলো নষ্ট করে এসব মাটি কাটা হচ্ছে বলে জানান কৃষকরা।
অভিযোগ স্বীকার করে সাইফুল হোসেন বাবর খান বলেন, মাটিকাটার সঙ্গে আমি সহযোগিতা করি তাছাড়া মাটি নেওয়ার কথা আরও ৫ থেকে ৬জন নেতার পরিচয় দিয়ে থাকেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ তিন ফসলি কৃষি জমির মাটি কাটার কারণে আশপাশের ফসলি জমি, গ্রামীণ রাস্তা ঘাট হুমকির মুখে পড়েছে। তাছাড়া মাটি ব্যবসাহীরা অনেক ক্ষমতাশালী হওয়ার কারণে ভয়ে মুখ খুলতে পারছে না কিছু স্হানীয় তবে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা সুলতানা নাসরীন বলেন,আজ অনেক রাত হয়েছে কাল আমাকে ফোন দিবেন তবে ঘটনাস্হলের লোকেশন নিয়েছে ফোনে।
Leave a Reply