1. admin@dainikjanatarnews.com : jan@admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ পৃথক স্হান হতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! মডেল বানানোর প্রলোভনে তরুণীদের ফাঁদে ফেলছে রাশেদ শরীফ বিপ্লব: উঠতি বয়সের মেয়েদের নিয়ে অবৈধ দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ শিল্প ও ভূমি মন্ত্রণালয়ের ‘নবাব’ সলিম উল্লাহর এক ডজন ফ্ল্যাট-প্লটের সন্ধান, দুদকের অনুসন্ধান শুরু যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ০৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার-২ দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র ইউছুপ শেখ কে পিটিয়ে হত্যা!  ঘিওরে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন মিঠাপুকুরে ১০ চাকার ডাম্প ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে রাতের আঁধারে তিন ফসলি কৃষি জমির মাটি কাটার তান্ডব

ইউরোর ‘মৃত্যুকূপে’ স্পেনের সামনে ক্রোয়েশিয়ার বাধা!

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪৪৬ বার শেয়ার হয়েছে

চতুর্থবারের মতো ইউরোপ সেরা হবার মিশনে স্পেন। কিন্তু শুরুতেই গ্রুপপর্বে মৃত্যুকূপ অতিক্রমের জটিল কর্ম, লা রোজাদের সামনে। চ্যালেঞ্জ যেখানে কঠিন, অতিক্রমের স্পৃহাও সেখানে উচ্চ। অ্যান্ডোরা ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ে, প্রস্তুতি পর্ব সেরে সেটাই জানান দিয়েছে স্পেন।

সবশেষ উয়েফা নেশন্স লিগের ফাইনালে মুখোমুখি দেখায়, পেনাল্টিতে ক্রোয়েটদের কাঁদিয়ে শিরোপা উৎযাপন করে স্প্যানিশরা। সম্প্রতি ৬ দেখায় চার ম্যাচেই, শেষ বেলার গোলে জয়-পরাজয় নির্ধারণ বলছে, দু’দলের লড়াইয়ে আগেভাগে উৎযাপনের সুযোগ নেই। যদিও প্রথমে গোলদাতা দলের হাতেই, ম্যাচের নিয়ন্ত্রণ থাকার সম্ভাবনা প্রবল।

এমন ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার লাপোর্তেকে পাচ্ছে না স্পেন। তার অভাব পূরণে নাচোর দ্বারস্থ হবেন, লা রোজা বস লুইস দে লা ফুয়েন্তে। মাঝমাঠে অভিজ্ঞ রদ্রির সঙ্গে পেদ্রি ও মেরিনো এবং আক্রমণে মোরাতার সঙ্গে লামিনে ইয়ামালকে নিয়ে, নবীন-প্রবীণে মেলবন্ধন সাজাবে স্পেন।

অন্যদিকে শক্তিশালী পর্তুগালকে হারিয়ে দারুণ প্রস্তুতি সেরেছে ক্রোয়েশিয়া। দীর্ঘদিন জাৎকো দালিচের অধীনে একটি গ্রুপ খেলায়, বোঝাপড়াটা দারুণ ক্রোয়েট স্কোয়াডে। যেকোনো প্রতিপক্ষের জন্য যা হিংসার কারণ। শুভসূচনার পাশাপাশি, নেশন্স লিগ হারের প্রতিশোধও তাই মাথায় ক্রোয়েশিয়ার।

সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার মদ্রিচকে মধ্যমণি করে, কৌশল সাজাবেন কোচ দালিচ। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন, ম্যান সিটি ডিফেন্ডার জসকো ভার্দিওল ও মিডফিল্ডার মাতেও কোভাচিচ। ক্রামারিচের গোল স্কোরিং দক্ষতায় আস্থাশীল ক্রোয়েট শিবির। এরপরও ডেথ গ্রুপের শুরুতে এক পয়েন্ট পেলেও, অখুশি হবে না ক্রোয়েশিয়া। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে, গ্রুপ বি’র হাইভোল্টেজ ম্যাচটি শুরু রাত ১০টায়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি