মোঃ জাহাঙ্গীর আলম নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের ইউছুপ শেখ (৫৫)কে পিটিয়ে হত্যা ও তার পরিবারের উপর আক্রমণের অভিযোগ উঠেছে।
জানা যায় গত ৯ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে বৃহস্পতিবার মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে তারই জের ধরে গত শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় অনুপ্রবেশকারীদের নিয়ে নিহত ইউছুপ শেখের বাড়ি ঢুকে একদল সন্ত্রাসী বাহিনী। পরে তার পরিবারের সবাইকে আহত করে নিহত ইউছুপ শেখ কে নিজ বাড়ি থেকে টেনে হেঁচড়ে বাড়ির পাশে রাস্তায় এনে দেশীয় অস্ত্র শস্ত্র হয়ে প্রকাশ্যে নৃশংস ভাবে এলোপাতারি লোহার রড, ইট দিয়ে গুরত্বর জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পবর্তীতে স্হানীয়রা ইউছুপ শেখ কে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে পরে সেখান থেকে রিফার করে মানিকগঞ্জ হাসপাতালে, মানিকগঞ্জ হাসপাতাল থেকে রিফার করে ঢাকা হাসপাতালে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্ত আসামীরা হলেন, এলমেছ পিতাঃ হোলই, এলমেছের স্ত্রী, তার ছোট ছেলে দেদার, বড় ছেলে লিটন,আনতোফ পিতাঃ সবর আলী ও তার ছোট ছেলে তোরব, বড় ছেলে আলতাফ, নজরুল সর্বসাং মান্দারতা অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী বাহিনী।
স্হানীয়রা বলেন নিহতের ঘটনার ইন্দনদাতাসহ সকল দোষীদের দৃষ্টান্ত মুলক সাজা চেয়ে ফাঁসির জোর দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনতা বলেন ছোট ছোট বালি কণা থেকে বড় বড় বিন্দু কণায় পরিনত হয়ে, চকমিরপুর ইউনিয়নে মান্দারতা গ্রামের পার্শ্ববর্তী গ্রাম গুলোতে অনেক ঘটনাই যা থানায় অভিযোগ দিলেও তা চলে ভিন্ন খাদে আপোষ করা হয়। সঠিক ভাবে অভিযোগ আমলে না নেওয়ার ফলে এরকম হত্যা কান্ডের শিকার হতে হচ্ছে।
এ বিষয় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) বলেন ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে ২টি পরিবারের মধ্যে এই দূর্ঘটনা ঘটে পরবর্তী তে ঢাকা হাসপাতাল থেকে মৃত্যু হয় লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, বিষয়টা আইনহত প্রক্রিয়াধীন চলছে।
Leave a Reply