নিজস্ব প্রতিবেদক
সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে পড়ে, সড়কের বিভিন্ন জায়গায় গর্ত পেরিয়ে প্রতিদিন যানবাহন সহ পথচারী দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে হাজারো মানুষ যাতায়াত করে আসছে। সড়কে এই বেহাল দশার কারণে ছোট বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তাটি মেরামত করার দাবি পৌরসভা সহ জেলাবাসীর। এই রাস্তা দিয়ে দূরপাল্লার বাস ছাড়াও মানিকগঞ্জের কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে মনু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কানিজ ফাতেমা স্কুল, আকিজ ফাউন্ডেশন স্কুল, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়,মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে স্কুল কলেজে যাওয়া আসা করে। শুধু তাই নয় ঢাকার মহাসড়কে দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জ জেলার ঘিওর,দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর জেলার মানুষ জেলা শহরে আসা যাওয়া করে থাকে এই পথ ধরেই। জানা গেছে ভাঙ্গা এই পথ ধরেই সিংগাই হেমাতপুর হয়ে রাজধানী ঢাকা আসা যাওয়া করছে প্রতিদিন শত শত মানুষ। সড়কটি সাধারণ মানুষের কাছে গুরুত্ব থাকলেও পৌর কর্তৃপক্ষের উদাসিনতায় সড়কটি স্থায়ী সংস্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। এছাড়া সড়কটি ক্ষতবিক্ষত হওয়ার পেছনে মহাসড়কের বড় বড় দূরপাল্লার বাস কোচ এবং পণ্যবাহী ট্রাক ও ১০ টাকার অবৈধ বালিবাহী ট্রাক চলাচলের কারণে দায়ী করছে স্থানীয়রা। স্থানীয়রা বলেছেন এই রাস্তার গভীর গর্তে গাড়ির চাকা পড়ে অনেক গাড়ি উল্টে গেছে অনেক মানুষ পঙ্গুত্ব হয়ে বসবাস করছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা দেখে স্থানীয়রা রাস্তাটি দ্রুত মেরামত জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।